এসপি সাজেদুর রহমান বদলি নতুন এসপি গৌতম কুমার বিশ^াস
তারিখ: ১৭-নভেম্বর-২০২৫
স্টাফ রিপোর্টার ॥

হবিগঞ্জের এসপি এএনএম সাজেদুর রহমানকে বদলি করা হয়েছে। তার স্থলে নতুন এসপি হিসেবে নিয়োগ দেয়া হয়েছে ডিএমপির উপ-পুলিশ কমিশনার গৌতম কুমার বিশ্বাসকে। রাষ্ট্রপতির আদেশক্রমে রোববার (১৬ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে উপসচিব আবু সাঈদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করা হয়। নিয়োগ আদেশে হবিগঞ্জের পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমানকে পাবনা জেলা পুলিশ সুপার হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। প্রসঙ্গত, এসপি হিসেবে সাজেদুর রহমান হবিগঞ্জে যোগদানের পর থেকেই অত্যন্ত সততা দক্ষতা ও বিচক্ষনতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। মানবিক ও সামাজিক কর্মকান্ডেও তিনি রেখেন অসামান্য অবদান।