আজ শেখ হাসিনার মামলার রায় শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে তল্লাশী
তারিখ: ১৭-নভেম্বর-২০২৫
স্টাফ রিপোর্টার ॥

পলাতক শেখ হাসিনার মামলার রায়কে সামনে রেখে হবিগঞ্জ শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে তল্লাশী চালানো হচ্ছে। অবৈধ কাগজপত্র বিহীন প্রায় ২৫টি মোটর সাইকেল আটক করে ৫টির বিরুদ্ধে মামলা দেয়া হয়। আজ ১৭ নভেম্বর শেখ হাসিনার মামলার রায় ঘোষণার কথা। এ আশংকায় নাশকতা এড়াতে পুলিশ সুপারের নির্দেশে বিভিন্ন থানার গুরুত্বপূর্ণ এলাকায় চেকপোষ্ট বসিয়ে তল্লাশী করা হয়। এর মধ্যে অন্যতম সদর থানার ওসি একেএম শাহাবুদ্দিন শাহীনের নির্দেশে এসআই আলী আকবর গতকাল রবিবার আনোয়ারপুর বাইপাস এলাকায় চেকপোষ্ট বসিয়ে তল্লাশী করেন। তবে নাশকতার কোনো তথ্য পাওয়া যায়নি। তবে প্রশাসন এ বিষয়ে সতর্ক অবস্থানে রয়েছে।