স্টাফ রিপোর্টার ॥
হবিগঞ্জ জেলা প্রশাসক ও জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক প্রশাসক ড. মোঃ ফরিদুর রহমান-কে বিদায়ী সংবর্র্ধনা দিয়েছে মুক্তিযোদ্ধা সংসদ।
গত শনিবার দুপুরে হবিগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তাফা রফিকের সভাপতিত্বে এবং সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা হুমায়ূন কবীর এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় তাকে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদায়ী জেলা জেলা প্রশাসক ড. মোঃ ফরিদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ মঈনুল হক। উক্ত অনুষ্ঠানে নয়টি উপজেলার আহ্বায়ক ও সদস্যবৃন্দ এবং সন্তান কমান্ডের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিদায়ী অনুষ্ঠানে বক্তব্যে জেলা প্রশাসক যেখানেই যান শহীদ মুক্তিযোদ্ধা ও সকল মুক্তিযোদ্ধাদের স্বপ্ন, দেশ, জাতী, স্বাধীনতা সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক প্রক্রিয়াকে সুসংহত রাখার জন্য অবদান থাকবে বলে এই আশাবাদ ব্যক্ত করেন এবং আরো সুন্দর ভবিষ্যৎ রচনার জন্য দেশপ্রেম ও সততা নিয়ে কাজ করবেন বলে জানান।