লস্করপুরে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে অভিযান ট্রাক্টর আটক, ৫০ হাজার টাকা জরিমানা
তারিখ: ১৭-নভেম্বর-২০২৫
স্টাফ রিপোর্টার ॥

হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর ইউনিয়নের দক্ষিণ চরহামুয়া গ্রামের খোয়াই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনকালীদের বিরুদ্ধে ভ্রাম্যমান অভিযান পরিচালনা করা হয়েছে। গত শনিবার সকাল সাড়ে ৯টায় এ অভিযান পরিচালনা করেন হবিগঞ্জ সদর উপজেলার উপ-সহকারী কর্মকর্তা (ভূমি) সারমিন আক্তার। এসময় এমরান মিয়া নামে এক ট্রাক্টর চালককে আটক করা হয়। আটককৃত ট্রাক্টর চালক বনগাঁও গ্রামের আরব আলীর পুত্র। পরে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করে তাকে ছেড়ে দেয়া হয়। 
স্থানীয় সূত্রে জানা যায়, হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর ইউনিয়নের সম্ভাব্য যুবদল সভাপতি প্রার্থী মাহবুবুর রহমান ফ্যাসিস্ট সরকারের আমল থেকে লিজ না থাকা সত্ত্বেও সম্পূর্ণ অবৈধভাবে কোটি কোটি টাকার অবৈধ বালু বিক্রি করে আসছিলেন। গত শনিবার অভিযানের বিষয়টি আঁচ করতে পেরে মাহবুবুর রহমান তার সঙ্গীদের নিয়ে কৌশলে পালিয়ে যান। পরে জব্দকৃত ট্রাক্টর তাদের হেফাজতে নিয়ে আসা হয়।