বাহুবলে পুলিশের উপর আ’লীগ নেতাকর্মীদের হামলা, গ্রেফতার ৫
তারিখ: ১৭-নভেম্বর-২০২৫
বাহুবল প্রতিনিধি ॥

 বাহুবল থানা পুলিশের অভিযান চলাকালে তাদের উপর আ’লীগ নেতাকর্মীদের হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৫ জনকে গ্রেফতার করা হয়েছে পুলিশ। শনিবার রাতভর বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলামের নেতৃত্বে পুটিজুরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৪ নভেম্বর শুক্রবার রাত ৮টার দিকে উপজেলার পুটিজুরী ইউনিয়নের ৬নং ওয়ার্ড মেম্বার ও আ:লীগ নেতা জসিম উদ্দিন ধরতে অভিযান পরিচালনা করে বাহুবল থানা পুলিশ। এসময় ইউপি সদস্য ও আ:লীগ নেতা জসিম উদ্দিনকে গ্রেফতারের চেষ্টা করে পুলিশ। এমতাবস্থায় স্থানীয় আ’লীগের নেতাকর্মী একত্রিত হয়ে পুলিশের উপর সন্ত্রাসী হামলা চালায়। এসময় বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম, এসআই সৌরভ সহ ৩/৪ জন পুলিশ আহত হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে। এরপর থেকে বাহুবল মডেল থানা পুলিশ শনিবার রাত থেকে ভোর পর্যন্ত পুটিজুরী এলাকায় অভিযান চালিয়ে পুলিশের উপর হামলার ঘটনার অভিযোগে ৫ জনকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃরা হলেন, চকমন্ডল কাপন গ্রামের শুক্কুর মিয়ার ছেলে মোঃ শওকত আলী (২৭) ও তার ভাই মোঃ লিয়াকত আলী (৩৩), আব্দুল মতিন মিয়ার ছেলে জুয়েল মিয়া (৩৮), নবীগঞ্জ উপজেলার পানিউমন্দা ইউনিয়নের হুরারপাড় গ্রামের মন্নান মিয়ার ছেল মোঃ তোফায়েল আহমদ @ তন্ময় (২১)কে পুটিজুরী নোয়াপাড়া গ্রামের আব্দুল মালেক মিয়ার বাড়ি থেকে গ্রেফতার করা হয় এবং হবিগঞ্জ সদর উপজেলার নোয়াবাদ কালনী গ্রামের মোঃ মেহের আলীর ছেলে নজরুল ইসলামসহ ৫ জনকে গ্রেফতার করা হয়। রবিবার দুপুরে গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। অন্যান্য আসামীদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন ওসি আমিনুল ইসলাম।