স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার পুকড়া ইউনিয়নের দিঘলবাগ গ্রামে জমিতে সেচ দেয়া নিয়ে বিরোধকে কেন্দ্র করে সুকেন্দ্র দাশ (৪০) নামে এক কৃষককে পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষের লোকজন। পরে আহত ওই ব্যক্তিকে স্থানীয় লোকজন উদ্ধার করে চিকিৎসার জন্য হবিগঞ্জ ২৫০ শয়্যা জেলা সদর হাসপাতালে ভর্তি করেন। গত বৃহস্পতিবার সকালে এ ঘটনাটি ঘটে। আহত সুকেন্দ্র দাশ জানান- তিনি কান্দিপাড়া গ্রামের রানা লাল দাশের জমিতে কাজ যান। এসময় দিঘলবাগ গ্রামের নিরেশ দাশের হুকুমে গোপাল দাশ, রাজন দাশ, সুজিত দাশ, সুহেল দাশসহ কয়েকজন লোক তার উপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়।