স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলার বানিপাতা গ্রামে নিজ বাড়ির সুপারী গাছে উঠতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে প্রাণ হারালেন পরিন্দ্র সরকার (৩৫)। বৃহস্পতিবার বিকালে এ দুর্ঘটনা ঘটে। তিনি মৃত উফিন্দ্র সরকারের ছেলে। স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে সুপারী পারার সময় পাশ দিয়ে যাওয়া মেইন লাইনে স্পর্শ করলে তিনি ঘটনাস্থলেই মাটিতে পড়ে যান। স্থানীয়রা উদ্ধার করে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিরা ঘটনাস্থল পরিদর্শন করেন।