হবিগঞ্জ-৪ আসনে সৈয়দ ফয়সলের জয়ের লক্ষ্যে মাঠে কাজ করছেন সৈয়দ শাহজাহান
তারিখ: ২১-নভেম্বর-২০২৫
প্রেস বিজ্ঞপ্তি ॥

 সৈয়দ মোঃ শাহজাহান একাধারে রাজনীতিবিদ, সমাজসেবক, শিল্প উদ্যোক্তা ও সর্বজন গ্রহণযোগ্য ব্যক্তিত্ব। দীর্ঘ জনসেবার পথচলায় তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন একজন নিরহংকার, সৎ ও মানবিক নেতা হিসেবে। পাঁচবারের নির্বাচিত জননন্দিত উপজেলা চেয়ারম্যান হিসেবে তিনি জনপ্রশাসন ও স্থানীয় উন্নয়নে যে অবদান রেখে গেছেন, তা মাধবপুরের সাধারণ মানুষের কাছে আজও অনুকরণীয়। নিজের আরাম আয়েশ, ব্যক্তিগত স্বাচ্ছন্দ্য বা বিলাসিতার কথা কখনো ভাবেননি; বরং জীবনের অধিকাংশ সময় ব্যয় করেছেন মানুষের কল্যাণে, এলাকার উন্নয়নে এবং জনদুর্ভোগ লাঘবে। প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত মানুষের প্রয়োজনে পাশে থাকা তাঁর অভ্যাস। সমাজের সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন পেশার মানুষ যখনই কোনো বিপদে পড়েছেন, সৈয়দ শাহজাহান ছুটে গেছেন তাদের পাশে। তিনি বিশ্বাস করেন, মানবসেবাই রাজনীতির মূল ভিত্তি। অর্থ, ক্ষমতা বা পদ-পদবি তাঁর কাছে কখনো মুখ্য ছিল না; বরং মানুষ ভালো থাকলে তিনি নিজেকে সফল মনে করেন।
সরকারি অনুদানের কাজ পরিচালনায় তাঁর সততা ও স্বচ্ছতার সুনাম রয়েছে। নিজের দায়িত্বে থাকা সব প্রকল্প তিনি সম্পন্ন করেছেন শতভাগ নৈতিকতা, জবাবদিহি ও সুশাসনের মাধ্যমে। এসব কারণে তিনি সাধারণ মানুষের মধ্যে যেমন আস্থার প্রতীক, তেমনি প্রশাসনের কাছেও একজন বিশ্বস্ত নেতৃত্ব।
প্রচারবিমুখ মানুষ হিসেবে তিনি সবসময় আলোচনার বাইরে থেকে কাজ করতে পছন্দ করেন। মৃদুভাষী, বিনয়ী এবং শান্ত স্বভাবের কারণে যে কোনো শ্রেণিপেশার মানুষের সঙ্গে খুব সহজেই আন্তরিক সম্পর্ক গড়ে ওঠে তাঁর। মানুষের সুখ-দুঃখ তিনি মন দিয়ে শোনেন, সহানুভূতি জানান, এবং প্রয়োজনে ব্যক্তিগত উদ্যোগে সমস্যার সমাধান করেন। দলমত, ধর্মবর্ণ নির্বিশেষে সবার কাছে সমান জনপ্রিয় হওয়াই তাঁর দীর্ঘদিনের জনপ্রিয়তার মূল ভিত্তি। তিনি জেলা বিএনপির সহ-সভাপতি এবং মাধবপুর উপজেলা বিএনপির সফল সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন দীর্ঘদিন। রাজনৈতিক জীবনে তিনি সর্বদা সহাবস্থান, সহনশীলতা ও সৌহার্দ্যের উদাহরণ তৈরি করেছেন। প্রতিদ্বন্দ্বীদের প্রতি কখনো হিংসাবিদ্বেষ ছড়াননি; বরং রাজনীতিকে দেখেছেন সেবা ও মানবকল্যাণের মহৎ ক্ষেত্র হিসেবে। এখনো তিনি রাজনীতি ও সমাজসেবার কাজে সক্রিয় রয়েছেন এবং মানুষের কল্যাণে বিভিন্ন উদ্যোগ পরিচালনা করে যাচ্ছেন।
তাঁর বড় ভাই জননেতা সৈয়দ মোঃ ফয়সল আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভাই-ভাইয়ের এই বন্ধন, ভালোবাসা ও ত্যাগভিত্তিক সম্পর্ক স্থানীয় রাজনীতিতে ইতিবাচক আলোচনার জন্ম দিয়েছে। বড় ভাইয়ের সাফল্য ও নির্বাচনী যাত্রায় ছোট ভাই সৈয়দ শাহজাহান নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। মানুষের দোরগোড়ায় ছুটে বেড়ানো, দলের নেতাকর্মীদের সঙ্গে সমন্বয়, ভোটারদের আস্থা অর্জনে নিরন্তর প্রচেষ্টা সব ক্ষেত্রেই তাঁর ভূমিকা নজর কাড়ছে সবার। মানুষ আজ বলেন, ভাই বড় ধন, রক্তের বন্ধন। এই দুই ভাইয়ের একনিষ্ঠতা, মানবিকতা ও এলাকার প্রতি দায়বদ্ধতা এখন মাধবপুর ও চুনারুঘাটের জনগণের আশা-ভরসার প্রতীক হয়ে উঠেছে। 

প্রথম পাতা