স্টাফ রিপোর্টার ॥
নবীগঞ্জ উপজেলার দারুল হিকমাহ জামেয়া ইসলামিয়া আলিম মাদ্রাসায় বছরব্যাপী সাপ্তাহিক সাংস্কৃতিক জলসার সেরা পারফর্মারদের পুরস্কার বিতরণ ও বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মোঃ রুহুল আমিন উপরোক্ত কথা বলেন। মাদ্রাসার প্রতিষ্ঠাতা সদস্য মোঃ আজিজুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবীগঞ্জ ইসলামিক শিক্ষা সোসাইটির চেয়ারম্যান, সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওঃ আশরাফ আলী, আরমান উল্লাহ ইসলামী একাডেমী এন্ড হাইস্কুলের প্রধান শিক্ষক মোঃ সোহেল আহমদ, নবীগঞ্জ ইসলামিক শিক্ষা সোসাইটির সেক্রেটারি, মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য সাইদুল হক চৌধুরী সাদিক ও সদস্য নাসির আহমদ চৌধুরী এবং মাদ্রাসার সাবেক কৃতি শিক্ষার্থী ও ছাত্রী-সংসদের সাবেক ভিপি ইংল্যান্ড প্রবাসী তামান্না আক্তার প্রমুখ ।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালনা কমিটির সদস্য মোঃ আক্কাছ আলী, মাদ্রাসার দাতা সদস্য, ইংল্যান্ড প্রবাসী মোঃ আব্দুল মজিদ তালুকদার, নবীগঞ্জ উপজেলা কাজী সমিতির সেক্রেটারি কাজী শাহ মনিরুজ্জামান, ৭নং বড়ইউড়ি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাওঃ রুহুল আমিন, ১২নং কালিয়ারভাঙ্গা ইউনিয়ন জামায়াতের সভাপতি হাফেজ ছামিউদ্দিন, শাহ এরশাদ আলী ও বদরুজ্জামান প্রমুখ।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, আমি এই মাদ্রাসায় আগেও এসেছি। অধ্যক্ষের সুনিপুণ পরিচালনায় মাদ্রাসাটির একাডেমিক ও সহপাঠ কার্যক্রম, সেরা সাফল্য এবং ব্যতিক্রমী নানান সুশৃংখল অনুষ্ঠান আমাকে আকৃষ্ট করে। তাই শত ব্যস্ততার মাঝেও মাদ্রাসাটির যেকোনো আয়োজনে অংশগ্রহণকে আমি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকি।
তিনি বলেন, বছরব্যাপী সাপ্তাহিক সাংস্কৃতিক জলসার মাধ্যমে শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশের নানা কর্মসূচির কথা জেনে, আজকের সাংস্কৃতিক আয়োজনের প্রস্তুতির বিবরণ শুনে এবং উপস্থাপিত যৌথ কন্ঠে দেশাত্মবোধক গান, ক্ষুদে শিক্ষার্থীদের চমৎকার উপস্থাপনা দেখে পুরো অনুষ্ঠান উপভোগের ইচ্ছে করছে। পরবর্তী উপস্থাপনাগুলো নিশ্চয়ই আরো আকর্ষণীয় হবে। রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কাজ থাকায় শেষ পর্যন্ত থাকতে না পারায় আফসোস হচ্ছে।
তিনি বলেন, মাদ্রাসায় সারা বছরের সাংস্কৃতিক আয়োজনের সুফল শিক্ষার্থীরা যে ভোগ করছে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর সাবলীল উপস্থাপনই তার উজ্জ্বল প্রমাণ।
আমি মনে করি পরীক্ষায় ভালো ফলাফলের পাশাপাশি শিক্ষার্থীদের শারীরিক ও মানসিকভাবে গড়ে তুলতে দারুল হিকমাহ সংশ্লিষ্ট সকলের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করে চলছে।
মাদ্রাসার অধ্যক্ষ বলেন, ছাত্র ও ছাত্রীসংসদের পরিচালনায় মাদ্রাসায় বছরব্যাপী প্রতি বৃহস্পতিবার সাপ্তাহিক সাংস্কৃতিক জলসা অনুষ্ঠিত হয়। এতে ক্বেরাত, হামদ্ নাত, দারসুল কুরআন, দারসুল হাদীস, বিষয় ভিত্তিক বক্তৃতা, উপস্থিত বক্তৃতা, বিতর্ক প্রতিযোগিতা, সাধারণ জ্ঞান প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি, কৌতুক ও অভিনয় অনুশীলন হয়ে থাকে। সারা বছরের সাপ্তাহিক সাংস্কৃতিক জলসায় সেরা পারফর্মারদের পুরস্কৃত করা এবং সেরা পারফর্মেন্সের উপস্থাপনায় প্রতি বছর নভেম্বরে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়ে থাকে।
আজকের সাংস্কৃতিক আয়োজনে ছিল একক ও যৌথ কন্ঠে কুরআন তেলাওয়াত, দেশাত্মবোধক গান, ইসলামী সংগীত, আরবি ও ইংরেজি ভাষায় বক্তৃতা এবং কথোপকথন, সমসাময়িক সামাজিক, সাংস্কৃতিক সমস্যা ও কুসংস্কার, অপসংস্কৃতি থেকে নতুন প্রজন্মকে বের করে আনতে শিক্ষার্থীদের উপস্থাপিত ৪টি নাটিকা। অনুষ্ঠানটা সবাই উৎসাহের সাথে উপভোগ করেন।