সদর উপজেলার নাজিরপুর থেকে আ’লীগ নেতা স্বপন গ্রেফতার
তারিখ: ২১-নভেম্বর-২০২৫
স্টাফ রিপোর্টার ॥

সদর উপজেলার নাজিরপুর থেকে নাসির উদ্দিন স্বপন (৫০) নামের এক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার বিকালে সদর থানার ওসি একেএম শাহাবুদ্দিন শাহীনের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন। সে নাজিরপুর গ্রামের মৃত মজর উল্লার পুত্র ও পইল ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সাংগঠনিক সম্পাদক। ওসি জানান, নাসির উদ্দিন স্বপনের  বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগ রয়েছে। তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। 

প্রথম পাতা