স্টাফ রিপোর্টার ॥ বাহুবলে ১০ম শ্রেণির ছাত্রীকে অপহরণের মামলায় প্রধান আসামি জাকারিয়া আহমেদ গ্রেফতার করেছে র্যাব-৯। তার হেফাজত থেকে অপহৃতাকে উদ্ধার করা হয়েছে। র্যাব জানায়- গত ২২ সেপ্টেম্বর স্কুল শেষে বাড়ি ফেরার পথে ওই ছাত্রীকে অপহরণ করে জাকারিয়া আহমদ নামে এক যুবক। পরে এই ঘটনায় বাহুবল থানায় একটি মামলা হয়। এরই প্রেক্ষিতে বিষয়টি নিয়ে ছায়া তদন্ত শুরু করে র্যাব। গত ২০ নভেম্বর সকাল ৯টার সময় লস্করপুর রেল ক্রসিং থেকে ভিকটিমসহ জাকারিয়াকে গ্রেফতার করা হয়। পরে তাদের বাহুবল থানায় সোপর্দ করা হয়। গ্রেফতারকৃত জাকারিয়া আহমদ বাহুবল উপজেলার দারিপুর গ্রামের জালাল আহমদের পুত্র।