হবিগঞ্জ-১ আসনে মুফতি বদরুর রেজার মনোনয়নপত্র বৈধ ঘোষণা
তারিখ: ৪-জানুয়ারী-২০২৬
স্টাফ রিপোর্টার ॥

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) নির্বাচনী এলাকায় সংসদ সদস্য পদে চেয়ার প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য বৃহত্তর সুন্নী জোট ও আহলে সুন্নাত ওয়াল জামাত সমর্থিত এবং ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ মনোনীত প্রার্থী মুফতি মোহাম্মদ বদরুর রেজা সেলিম (মিষ্টি)-এর মনোনয়নপত্র বৈধঘোষণা করা হয়েছে। গতকাল শনিবার সকালে জেলা রিটার্নিং অফিসার হবিগঞ্জের জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে তা বৈধ ঘোষণা করেন। এজন্য মুফতি বদরুর রেজা সেলিম নির্বাচন কমিশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং হবিগঞ্জ-১, নবীগঞ্জ-বাহুবলবাসীর কাছে দোয়া কামনা করেন।