স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনীত এমপি প্রার্থী বাংলাদেশ খেলাফত মজলিস হবিগঞ্জ জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মুফতি সিরাজুল ইসলাম মিরপুরীর মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করা হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টা থেকে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে যাচাই বাচাই কার্যক্রম শুরু হয়। বাচাই শেষে সিরাজুল ইসলাম মিরপুরীর মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করেন জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন। মনোনয়ন পত্র ঘোষণার পর তিনি নবীগঞ্জ-বাহুবলবাসির দোয়া, সহযোগীতা ও রিকশা মার্কায় ভোট চান।