মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলায় মহিলা আওয়ামী লীগ নেত্রী রোকেয়া আক্তারকে গ্রেফতারের দাবিতে স্থানীয়দের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। রোকেয়া আক্তারকে গ্রেফতারের দাবি বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি তুলেছেন এলাকাবাসীর একটি অংশ। স্থানীয় সূত্রে জানা যায়, রোকেয়া আক্তারের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, অনৈতিক প্রভাব খাটানো ও সাধারণ মানুষের হয়রানির অভিযোগ উঠেছে বলে দাবি করেন বিক্ষোভকারীরা। এসব অভিযোগের সুষ্ঠু তদন্ত করে দ্রুত তাকে গ্রেফতার করার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করা হয়েছে। এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্থানীয় বাসিন্দা জানান, দীর্ঘদিন ধরে বিভিন্ন অনিয়মের অভিযোগ থাকলেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। তাই তারা ন্যায়বিচারের স্বার্থে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছেন। তবে এ বিষয়ে অভিযুক্ত রোকেয়া আক্তারের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। এদিকে বিষয়টি নিয়ে এলাকায় আলোচনা-সমালোচনা চলছে। সচেতন মহল মনে করছে, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সত্য উদঘাটন হলে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকবে।