আখলাছ আহমেদ প্রিয় ॥
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-৪ (মাধবপুর ও চুনারুঘাট) আসনে লড়ছেন বিভিন্ন দলের ১০ জন প্রার্থী। এর মধ্যে হেভিওয়েট প্রার্থীদের তালিকায় রয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী, জেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ¦ সৈয়দ মোঃ ফয়সল, জামায়াত মনোনীত ১০ দলীয় জোটের প্রার্থী আহমদ আব্দুল কাদের ও বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত প্রার্থী মোঃ গিয়াস উদ্দিন আত্ব তাহেরী। নির্বাচনকে সামনে রেখে বেশ আলোচনায় রয়েছেন তারা। নির্বাচন কমিশনে জমা দেয়া হলফনামা অনুযায়ী সৈয়দ মোঃ ফয়সলের বাৎসরিক আয় ১ কোটি ৮৯ লাখ ৬ হাজার ২৯ টাকা। তার উপর নির্ভরশীলদের বাৎসরিক কোন আয় নেই । এছাড়া ২৬ কোটি ৪৩ লাখ ৬৭ হাজার ৮২৮ টাকা অস্থাবর ও ১ কোটি ৪৬ লাখ ৮৪ হাজার ১৫৬ টাকা মূূল্যের স্থাবর সম্পত্তির মালিক তিনি। সব মিলিয়ে তিনি ২৭ কোটি ৯০ লাখ ৫১ হাজার ৭৮৪ টাকার স্থাবর-অস্থাবর সম্পদের মালিক। হলফনামা বিশ্লেষণে এ তথ্য জানা গেছে। সৈয়দ মোঃ ফয়সলের শিক্ষাগত যোগ্যতা এম.এ, এল.এল.বি। হলফনামা অনুযায়ী তিনি ৩টি মামলার আসামী ছিলেন। এর মধ্যে ২টি মামলা খারিজ ও ১টি মামলা স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক প্রত্যাহার করা হয়েছে। হলফনামায় বলা হয়েছে, সৈয়দ মোঃ ফয়সল নগদ ৬৯ লাখ ৯০ হাজার ৩২৯ টাকা রয়েছে। এদিকে, জামায়াত মনোনীত ১০ দলীয় জোটের প্রার্থী আহমদ আব্দুল কাদের এর বাৎসরিক আয় ৩ লাখ ৬০ হাজার টাকা। তার উপর নির্ভরশীলদের কোন আয় নাই। তার ৩ লাখ ৫৬ হাজার ৩৩২ টাকার অস্থাবর ও ৪৫ লাখ ৫০ হাজার টাকা মূূল্যের স্থাবর সম্পত্তি রয়েছে। সব মিলিয়ে তিনি ৪৯ লাখ ৬ হাজার ৩৩২ টাকার স্থাবর-অস্থাবর সম্পদের মালিক। আহমদ আব্দুুল কাদেরের শিক্ষাগত যোগ্যতা এম.এস.এস ও পিএইচডি। হলফনামা অনুযায়ী তিনি ৮টি মামলার আসামী ছিলেন। সরকার কর্তৃক প্রত্যেকটি মামলা প্রত্যাহার করা হয়েছে। হলফনামায় বলা হয়েছে, আহমদ আব্দুল কাদেরের কাছে নগদ ২০ হাজার টাকা রয়েছে। অন্যদিকে, বাংলাদেশ ইসলামী ফ্র্রন্ট মনোনীত প্রার্থী মোঃ গিয়াস উদ্দিন আত্ব-তাহেরীর বাৎসরিক আয় ৮ লাখ ৪০ হাজার ২৯২ টাকা। তার উপর নির্ভরশীলদের কোন আয় নাই। এছাড়া ১৩ লাখ ৪ হাজার ৮৯২ টাকার মুল্যের অস্থাবর সম্পদ ও ৩১ ভরি স্বর্ণ রয়েছে এবং দতাইশার ১৪৪ শতাংশ ও চাপুুইর ৯৫ শতাংশ কৃষি জমির স্থাবর সম্পত্তি রয়েছে। যার মূল্য তিনি উল্লেখ করেননি।
সব মিলিয়ে তিনি ৩১ ভরি স্বর্ণ, ২৩৯ শতক কৃষি জমি ও ১৩ লাখ ৪ হাজার ৮৯২ টাকার স্থাবর-অস্থাবর সম্পদের মালিক। হলফনামা বিশ্লেষণে এ তথ্য জানা গেছে। মোঃ গিয়াস উদ্দিন আত্ব-তাহেরীর শিক্ষাগত কামিল। হলফনামাা অনুযায়ী তিনি ৩টি মামলার আসামী। যে গুলো এখন চলমান রয়েছে। হলফনামায় বলা হয়েছে, গিয়াস উদ্দিন আত্ব-তাহেরীর কাছে নগদ ৪১ হাজার ২৮৬ টাকা রয়েছে। বাৎসরিক আয়ের তুলনায় মোঃ গিয়াস উদ্দিন আত্ব-তাহেরী ও আহমদ আব্দুল কাদের এর চেয়ে সৈয়দ মোঃ ফয়সল অর্থবিত্তে এগিয়ে রয়েছেন।