শায়েস্তাগঞ্জের গণমানুষের সঙ্গে এমপি প্রার্থী ডা. সরওয়ার’র সৌজন্য সাক্ষাৎ
তারিখ: ৮-জানুয়ারী-২০২৬
স্টাফ রিপোর্টার ॥

হবিগঞ্জ-৩ আসনের বৃহত্তর সুন্নি জোট সমর্থিত এবং বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত মোমবাতি প্রতীকের প্রার্থী, ক্যান্সার গবেষক ডা. এসএম সরওয়ার গতকাল শায়েস্তাগঞ্জ  উপজেলার  ওলিপুর, সুতাং নতুন ব্রীজ, পুরানবাজার ষ্টেশনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেছেন। দিনব্যাপী কর্মসূচিতে ডা. এস এম সরওয়ার শায়েস্তাগঞ্জ উপজেলার প্রতিটি স্থানীয় বাজার, সড়কপথ, রেলপথ ও জনবহুল এলাকায় সাধারণ মানুষের সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি এলাকার সার্বিক খোঁজখবর নেন, মানুষের সুখ-দুঃখের কথা শোনেন এবং ভবিষ্যতে এলাকার উন্নয়নে কাজ করার আশ্বাস দেন। 
কুশল বিনিময় কালে ডা. এস এম সরওয়ারের সঙ্গে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দসহ বৃহত্তর সুন্নি জোটের বিভিন্ন স্তরের দায়িত্বশীল নেতা-কর্মীরা। এছাড়াও মোমবাতি প্রতীকের অসংখ্য সমর্থক ও শুভানুধ্যায়ীরা স্বতঃস্ফূর্তভাবে এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন। এ সময় সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। অনেকেই ডা. এস এম সরওয়ারের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তার প্রার্থিতার প্রতি সমর্থন ব্যক্ত করেন। এলাকাবাসীর সঙ্গে ঘনিষ্ঠভাবে কথা বলার মাধ্যমে ডা. এস এম সরওয়ার তাদের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা মনোযোগ দিয়ে শোনেন। কুশল বিনিময় শেষে সংক্ষিপ্ত বক্তব্যে ডা. এস এম সরওয়ার বলেন, “আমি জনসেবাকে ইমানের অঙ্গ মনে করি, সাধারণ মানুষের পাশে থেকে তাদের অধিকার, স্বাস্থ্যসেবা ও আহলে সুন্নাতের আর্দশ প্রতিষ্টা করাই আমার লক্ষ্য।” স্থানীয় নেতৃবৃন্দ জানান, মোমবাতি প্রতীকের প্রার্থী হিসেবে ডা. এস এম সরওয়ার এলাকার মানুষের মাঝে ইতোমধ্যে একটি ইতিবাচক গ্রহণযোগ্যতা তৈরি করতে সক্ষম হয়েছেন। আগামী দিনগুলোতে আরও বিস্তৃতভাবে গণসংযোগ কার্যক্রম চালানো হবে বলেও তারা জানান।