মাধবপুর প্রতিনিধি ॥ ঐতিহ্যবাহী ফান্দাউক দরবার শরীফের পীর ছাহেব আলহাজ্ব মাওলানা মুফতি সৈয়দ সালেহ আহমাদ মামুন আল হোসাইনীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব সৈয়দ মোহাম্মদ ফয়সল এর সুযোগ্য সন্তান, তরুণ প্রজন্মের আইডল ও সায়হাম কটন মিলস লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আলহাজ্ব ইঞ্জিনিয়ার সৈয়দ ইশতিয়াক আহমেদ। গতকাল বুধবার (৭ জানুয়ারি) দুপুরে দরবার শরীফের গিয়ে সাক্ষাৎ করেন তিনি। এসময় আরও উপস্থিত ছিলেন দরবার শরীফের মুখপাত্র পীরজাদা মাওলানা মুফতি সৈয়দ মঈনুদ্দীন আহমাদ আল-হোসাইনী। সাক্ষাৎকালে দ্বীন, দেশ ও মানবতার কল্যাণে ফান্দাউক দরবার শরীফের অবদানের কথা তুলে ধরে ইঞ্জিনিয়ার ইশতিয়াক আহমেদ বলেন, “আমার পিতা জননেতা সৈয়দ মোহাম্মদ ফয়সল সাহেব দরবারের আদর্শে অনুপ্রাণিত ছিলেন। আমি তার উত্তরসূরি হিসেবে দরবার শরীফের পীর সাহেবের দোয়া ও দিকনির্দেশনা নিতে এসেছি।” পীর সাহেব তাকে দেশ ও জনগণের কল্যাণে নিষ্ঠা ও আন্তরিকতা নিয়ে কাজ করার আহ্বান জানান এবং তার জন্য বিশেষ দোয়া করেন। এই সাক্ষাৎকে কেন্দ্র করে দরবার শরীফে এক হৃদ্যতাপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়। নেতাকর্মী ও ভক্তবৃন্দের মাঝে আনন্দ ও আশাবাদের বার্তা পৌঁছে দেয় এই সাক্ষাৎ। সাক্ষাৎকালে পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি দেশ, জাতি ও এলাকার সার্বিক কল্যাণ কামনা করে মাজার জিয়ারতের মাধ্যমে এক বিশেষ মোনাজাত করেন করেন পীর ছাহেব।