বানিয়াচং উপজেলার মক্রমপুর ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল আহাদ (৫০) কে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। গতকাল বুধবার রাত ৮টায় শহরের পুরান মুন্সেফী এলাকার বাসা থেকে ওসি দেলোয়ার হোসেনের নির্দেশে একদল পুলিশ তাকে গ্রেফতার। সে মক্রমপুর গ্রামের ম"ত হাজী আব্দুস শহীদের পুত্র ও ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আওয়ামী লীগ নেতা আব্দুল আহাদ কারাগারে থাকার কারণে মেম্বার আহাদ দায়িত্ব পালন করছিলেন। পুলিশের চোঁখ ফাঁকি দিতে শহরে বসবাস করছেন। ওসি জানান, বৈষম্য মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হবে।