স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের উমেদনগরে সাবেক জেলা ছাত্রলীগ নেতা ও পৌর স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান সানির বাসা থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী। গতকাল বুধবার বিকেল ৫ টায় অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করে। সেনাবাহিনী জানায়, সানির বাড়িতে অগ্নেয়াস্ত্র রয়েছে জানতে পারে হবিগঞ্জ সদর সেনাবাহিনী ক্যাম্প। গতকাল বিকেলে সেনাবাহিনী ক্যাম্পের নেতৃত্বে একটি টহল টিম তার বাড়িতে অভিযান চালায়। এ সময় বাড়িতে তাকে না পাওয়া গেলেও ৯টি রামদা, ৪টি ছুরি, ৩টি বল্লম ও ১টি হকিস্টিক উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত অস্ত্রগুলো হবিগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়।