নবীগঞ্জ প্রতিনিধি ॥
আসন্ন ত্রায়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং সংবিধান সংস্কার সংক্রান্ত জাতীয় গণভোট-২০২৬ অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে নবীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত এই সভায় নির্বাচনী আচরণ বিধি নিয়মনীতি মেনে প্রচার প্রচারণা সহ গণভোট বিষয়ে জনসাধারণকে সচেতন করার বিষয়ে গুরুত্বারোপ আলোচনা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অংশগ্রহণ করেন, নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এস আর চৌধুরী সেলিম, সাধারণ সম্পাদক মোঃ আলমগীর মিয়া, সহ-সভাপতি শাহ সুলতান, সাবেক সভাপতি আনোয়ার হোসেন মিঠু, এম এ আহমদ আজাদ, সাবেক সহ-সভাপতি মুরাদ আহমেদ, বর্তমান যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল আহমেদ, কোষাধক্ষ্য সাগর আহমেদ, নির্বাহী সদস্য গৌছুজ্জামান চৌধুরী, নিজামুল হক চৌধুরী, মোঃ নাবেদ মিয়া, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদ চৌধুরী, সদস্য আবু তালেব, মোঃ হাসান চৌধুরী,অঞ্জন রায়, আলাল মিয়া,ইকবাল হোসেন তালুকদার, স্বপন রবি দাশ প্রমুখ।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, “আসন্ন ত্রায়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে এবং আচরণবিধি কঠোরভাবে প্রতিপালন নিশ্চিত করতে প্রশাসন বদ্ধপরিকর। বিশেষ করে গণভোটের গুরুত্ব এবং ভোট প্রদানের পদ্ধতি সম্পর্কে সাধারণ মানুষকে সঠিক তথ্য দিয়ে সচেতন করতে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম।”
সভায় নির্বাচনী আচরণবিধির বিভিন্ন দিক তুলে ধরে জানানো হয় যে,কোনো প্রার্থী বা সমর্থক আচরণবিধি লঙ্ঘন করলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। গণভোট এবং সাধারণ নির্বাচনের জন্য প্রচারণার ক্ষেত্রে নির্ধারিত নিয়মাবলী মেনে চলতে হবে। ভোটকেন্দ্রের নিরাপত্তা এবং ভোটারদের নির্বিঘ্নে ভোটদান নিশ্চিত করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সমন্বিতভাবে কাজ করছে।