বাহুবলে রাতের আঁধারে ‘টপ সয়েল’ বিক্রি, এক যুবকের কারাদন্ড প্রদান
তারিখ: ১৬-জানুয়ারী-২০২৬
স্টাফ রিপোর্টার ॥

বাহুবল উপজেলায় অবৈধভাবে কৃষিজমির টপ সয়েল কাটা রোধে রাতের আঁধারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে হাতেনাতে আটক এক ব্যক্তিকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে এবং মাটি বহনকারী একটি ট্রাক্টর জব্দ করা হয়েছে।
বুধবার (১৪ জানুয়ারি) রাত ১০টা থেকে ভোর ২টা পর্যন্ত বাহুবল উপজেলার লামাতাসী ও পুটিজুরী ইউনিয়নের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়। এ সময় অবৈধভাবে কৃষিজমির মাটি কাটার দায়ে উপজেলার অমৃতা গ্রামের আখলাস মিয়ার ছেলে সোহেল মিয়া (৩৫) কে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাৎক্ষণিকভাবে তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
অভিযানটি পরিচালনা করেন বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিটন চন্দ্র দে। এ সময় সহকারী কমিশনার (ভূমি) মো. মাহবুবুল ইসলাম উপস্থিত ছিলেন। জব্দকৃত ট্রাক্টরটি পরবর্তীতে বাহুবল মডেল থানায় হস্তান্তর করা হয়। অভিযানে বাহুবল মডেল থানার একদল পুলিশ সদস্য সহযোগিতা করেন।
এ বিষয়ে ইউএনও লিটন চন্দ্র দে বলেন, কৃষিজমির উর্বরতা নষ্ট করে অবৈধভাবে টপ সয়েল কাটা পরিবেশ ও কৃষি উৎপাদনের জন্য মারাত্মক হুমকি। কৃষিজমি রক্ষা ও পরিবেশ সংরক্ষণে এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। উপজেলা প্রশাসন সূত্র জানায়, কৃষিজমি সংরক্ষণ ও পরিবেশ রক্ষায় ভবিষ্যতেও নিয়মিতভাবে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।

প্রথম পাতা