অপরিকল্পিত নগরায়নে হবিগঞ্জ দিন দিন বসবাসের অনুপযোগী হয়ে পড়ছে- ড. জহিরুল হক
তারিখ: ১৬-জানুয়ারী-২০২৬
স্টাফ রিপোর্টার ॥

মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক বলেছেন, বাংলাদেশের প্রতিটি অর্জনে রয়েছে আইনজীবীদের গুরুত্বপূর্ণ ভূমিকা। তাঁদের কার্যকর অবদান সমাজ ও রাষ্ট্র বিনির্মানের সহায়ক। সামাজিক পরিবর্তন ও সংস্কারের অন্যতম অনুঘটক হিসেবে কাজ করে সুশাসন প্রতিষ্ঠায় তাঁদের ভূমিকা অগ্রগন্য। আইনের শাসন, ন্যায়বিচার ও মানবাধিকার রক্ষায় আইনজীবীরা গুরত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। সাম্প্রতিককালে (৩য় পাতায়) দে)এ পেশার নানামূখি চ্যালেঞ্জ ও ঝুঁকি রয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার ও ডিজিটালাইজেশনের যুগে অন্যান্যদের সাথে আইনজীবীদেরও দক্ষ ও যোগ্য হতে হবে। নবীন আইনজীবীদের পেশাগত উৎকর্ষে সিনিয়র তথা জ্যৈষ্ঠ আইনজীবীরা এগিয়ে আসতে হবে। গত ১৪ জানুয়ারী বুধবার রাতে সিলেটের জিন্দাবাজার এলাকার একটি অভিজাত রেস্তুরার কনফারেন্স হলে ‘হবিগঞ্জ লইয়া’র্স এসোসিয়েশন সিলেট’ এর বার্ষিক সাধারণ সভা ও নৈশভোজ-২০২৬ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন। 
হবিগঞ্জ প্রসঙ্গে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক বলেন, হবিগঞ্জের অধিবাসীরা সিলেটের আইন অঙ্গনে সুনামের সাথে কাজ করে যাচ্ছেন। তা আমাদেরকে গর্বিত করে। তাদেরকে নিজ জেলা হবিগঞ্জের বিভিন্ন সমস্যা সমাধানে এগিয়ে আসলে জেলাবাসী উপকৃত হবে। শিল্পদূষণ ও অপরিকল্পিত নগরায়নে হবিগঞ্জ দিন দিন বসবাসের অনুপযোগী হয়ে পড়ছে। এ অবস্থা থাকলে এমন একদিব আসবে যখন হবিগঞ্জে কেউ সামাজিক সম্পর্ক গড়তে যাবে না। সুতাং নদীর দূষণ সেই অবস্থান ইঙ্গিত দিচ্ছে। হবিগঞ্জ লইয়া’র্স এসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট মোঃ আব্দুর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক অ্যাডভোকেট আবজাল মিয়া তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সরওয়ার আহমদ চৌধুরী আবদাল, সাধারন সম্পাদক অ্যাডভোকেট মো. জোবায়ের বখত জুবের, ব্লাস্ট সিলেটের সমন্বয়ক অ্যাডভোকেট মো. ইরফানুজ্জামান চৌধুরী, অ্যাডভোকেট বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল সিলেটের সভাপতি আলিম উদ্দিন, নবীগঞ্জ কল্যাণ সমিতি সিলেট এর সাধারণ সম্পাদক ও সিলেট ট্যাকসেস বারের সাবেক সভাপতি অ্যাডভোকেট আবুল ফজল। বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি সিলেটের বিভাগীয় প্রধান সৈয়দা শিরিন আক্তার, অ্যাডভোকেট জ্যোৎস্না ইসলাম, অ্যাডভোকেট দেলোয়ার হোসেন দিলু, অ্যাডভোকেট বিপ্লব কান্তি দে মাধব, অ্যাডভোকেট মুমিনুর রহমান টিটু, অ্যাডভোকেট আব্দুস সোয়েব আহমদ, অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল হান্নান, অ্যাডভোকেট মোহাম্মদ গোলাম কিবরিয়া রেজু, অ্যাডভোকেট মোঃ আবদুল মুকিত অপি, অ্যাডভোকেট জাকিয়া জালাল, অ্যাডভোকেট মো. ওয়ায়েছ কুরুণী উজ্জ্বল, অ্যাডভোকেট শিরিন আক্তার প্রমূখ।

প্রথম পাতা