স্টাফ রিপোর্টার ॥
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশের শুরু থেকেই মাদক উদ্ধারসহ সন্ত্রাস, জঙ্গিবাদ, চাঁদাবাজি, হত্যা মামলা, অবৈধ অস্ত্র উদ্ধার ও ছিনতাই দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় র্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্প, হবিগঞ্জের একটি আভিযানিক দল মাদকদ্রব্য উদ্ধার কার্যক্রম জোরদার করে। গত ১৪ জানুয়ারি ২০২৬ ইং তারিখ রাত আনুমানিক ১০টা ০৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে যে, শায়েস্তাগঞ্জ থানাধীন শায়েস্তাগঞ্জ পৌরসভার দাউদনগর সিএনজি স্ট্যান্ডের পিছনে কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।
উক্ত সংবাদের ভিত্তিতে রাত আনুমানিক ১০টা ১৫ মিনিটে র্যাবের আভিযানিক দল ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি অভিযান পরিচালনা করে। এ সময় দাউদনগর সিএনজি স্ট্যান্ডের পিছনে একটি ড্রেনের পাশে একটি শপিং ব্যাগের ভেতর পরিত্যক্ত অবস্থায় থাকা ৩০ বোতল মাদকদ্রব্য ইসকফ সিরাপ উদ্ধার করা হয়। তবে উদ্ধারকৃত মাদকের সঙ্গে জড়িত কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে উদ্ধারকৃত আলামত জিডিমূলে শায়েস্তাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় র্যাব-৯ এর তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। এদিকে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা ও মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।