বিদ্যুত সম্যসা নিরসনে চেম্বার প্রেসিডেন্ট মোতাচ্ছিরুলের সঙ্গে আবাসিক প্রকৌশলীর মত বিনিময়
তারিখ: ২০-মে-২০১৩
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে বিদ্যুত সমস্যা নিরসনে ও নিরবিচ্ছিন্ন বিদ্যুত সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে হবিগঞ্জ চেম্বার প্রেসিডেন্ট মোতাচ্ছিরুল ইসলামের সঙ্গে মত বিনিময় করেছেন হবিগঞ্জ বিদ্যু সরাহ কেন্দ্রের আবাসিক প্রকৌশলী সামস-ই আরেফিন। গতকাল রবিবার দুপুরে হবিগঞ্জ চেম্বার ভবনে এ মত বিনিময়ের সময় চেম্বার প্রেসিডেন্ট মোতাচ্ছিরুল ইসলাম সাম্প্রতিক বিদ্যুত বিপর্যয়ে গ্রাহকদের দূর্ভোগের চিত্র তুলে ধরেন। বিশেষ করে ব্যবসায়ীদের মিল, কারখানা ও ব্যবসা পরিচালনায় ক্ষতি কাটিয়ে উঠতে আবাসিক প্রকৌশলীকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান। তিনি আরো বলেন, সাম্প্রতিক বিদ্যুত বিপর্যয়ে আবাসিক গ্রাহকদের টিভি, ফ্রিজ, কম্পিউটারসহ অন্যান্য ইলেকট্রনিক সামগ্রী ক্ষতি হওয়ায় ক্ষোভ প্রকাশ করে দ্রত এ অবস্থার উন্নতির দাবী জানান। চেম্বার প্রেসিডেন্ট মোতাচ্ছিরুল ইসলাম আগামী রমজান মাসকে সামনে রেখে বিদ্যুত সরবরাহ নিশ্চিত করার লক্ষে এখন থেকেই বিদ্যুতের উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার আহবান জানান। জবাবে আবাসিক প্রকৌশলী দ্রুত এ সম্যসা সমাধানে আশাবাদ ব্যক্ত করেন। ইতিমধ্যে জরুরী অবস্থা মোকাবেলায় ১০টি ট্রান্সফরমার মজুদ রাখার কথা জানিয়ে তিনি আরও বলেন, মেইন লাইনের উপর গাছের ডালপালা পরিস্কার করার কাজ হাতে নেওয়া হয়েছে। এ ছাড়াও পরিস্থিতি উন্নয়নে তিনি আরও পদক্ষেপ গ্রহণের কথা জানান। এ ক্ষেত্রে তিনি হবিগঞ্জ চেম্বারসহ গ্রাহকদের সহযোগিতা কামনা করেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- হবিগঞ্জ চেম্বার অব কমার্স এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এনামুল হক সেলিম, জুনিয়র ভাইস প্রেসিডেন্ট ফখরুল আলম বাবুল, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মো. নাহিজ, হবিগঞ্জ চেম্বার অব কমার্স এর কার্য নির্বাহী সদস্য মঈন উদ্দিন আহমেদ চৌধুরী সাম্মু, মো. নাজমুল আনাম খান তুহিন, চেম্বার সচিব আরজু মিয়া মজুমদার।
প্রথম পাতা