পানিতে পড়ে শিশুর মৃত্যু ॥ এলাকায় আতংক বামৈ গ্রামে সরকারী রাস্তা কেটে পুকুর খনন করায় তৈরী হয়েছে মৃত্যুকূপ
তারিখ: ২০-মে-২০১৩
লাখাই প্রতিনিধি ॥ লাখাই উপজেলার বামৈ এলাকায় এক প্রভাবশালী কর্তৃক সরকারী রাস্তার অংশ বিশেষ কেটে জোরপূর্বক পুকুর খনন করায় তা এখন মৃত্যুকূপে পরিণত হয়েছে। গতকাল রবিবার পুকুরের পানিতে পড়ে এক শিশুর মৃত্যুর ঘটনায় আরও বেশি আতংকিত হয়ে পড়েছেন এলাকাবাসী। পাশাপাশি চরমভাবে উদ্বিগ্ন এখন পাশ্ববর্তী একটি মাদ্রাসার কোমলমতি ছাত্র-ছাত্রীদের অভিভাবক ও শিক্ষকরা।

জানা যায়, ওই এলাকার নুরুল আমিন নামে এক প্রভাবশালী বামৈ দারুল আকরাম ইসলামিয়া মাদ্রাসার পাশ্ববর্তী একটি গুরুত্বপূর্ণ সরকারী রাস্তার অংশ বিশেষ কেটে গভীর পুকুর খনন করায় এটি একটি মৃত্যুকূপে পরিণত হয়েছে। পুকুর খননের আগে এলাকাবাসী ও স্থানীয় জনপ্রতিনিধিরা এর প্রতিবাদ করলেও কর্ণপাত করেনি নুরুল আমিন। গতকাল রবিবার দুপুরে  ওই রাস্তা দিয়ে হেটে যাওয়ার সময় অসাবধানতা বশত পুকুরের পানিতে পড়ে মর্মান্তিক মৃত্যু হয় পশ্চিম বামৈ গ্রামের খসরু মিয়ার শিশুকন্যা নাদিয়ার (৫)।  এ ঘটনায় কোমলমতি ছাত্র-ছাত্রীদের নিয়ে চরম ভাবে আতংকে আছেন উল্লেখিত মাদ্রাসার শিক্ষক ও অভিভাবকরা। পাশাপাশি আতংক ছড়িয়ে পড়েছে এলাকার সর্বত্র। উল্লেখ্য, ওই মাদ্রাসায় রয়েছে প্রায় ৩ শতাধিক শিশু শিক্ষার্থী। যাদের অধিকাংশরাই উল্লেখিত রাস্তাটি দিয়ে যাতায়াত করে থাকে।

প্রথম পাতা