প্রধান আসামী বাগালসহ চার জনের জামিন নামঞ্জুর ॥ বাহুবলে ৪ শিশু হত্যা মামলায় পলাতক তিন আসামীর মালামাল ক্রোকের নির্দেশ
তারিখ: ২৬-জুলাই-২০১৬
নিরঞ্জন গোস্বামী শুভ ॥

বাহুবলে চাঞ্চল্যকর ৪ শিশু হত্যা মামলায় পলাতক তিন আসামীদের মালামাল ক্রোকের আদেশ দিয়েছে আদালত। সেই সাথে আসামীদের জামিন আবেদন না মঞ্জুর করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ এবং নারী ও শিশু নির্যাতন আদালতের ভারপ্রাপ্ত বিচারক মাফরোজা পারভীন এ আদেশ দিয়ে মামলার পরববর্তী তারিখ নির্ধারণ করেন আগামী ৭ আগস্ট। মালামাল ক্রোকের আসামীরা হলো, বাহুবল উপজেলার সুন্দ্রটিকি গ্রামের আব্দুল আলীর ছেলে বেলাল মিয়া, একই গ্রামের আব্দুল বারিকের ছেলে উস্তার মিয়া ও বাবুল মিয়া। জামিন নামঞ্জুরকৃত আসামীরা হলো পঞ্চায়েত প্রধান আব্দুল আলী, তার দুই ছেলে রুবেল মিয়া ও জুয়েল মিয়া ও তার সেকেন্ড ইন কমান্ড আরজু মিয়া। রাষ্ট্রপক্ষের আইনজীবি ও নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের স্পেশাল পিপি এডভোকেট আবুল হাসেম মোল্লা মাসুম, জানান, আদালত পলাতক আসামী ৩ জনের মালামাল ক্রোকের আদেশ দিয়েছেন সেই সাথে ৪ জনের জামিন আবেদন করা হয়েছিল আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরনের নির্দেশ দিয়েছেন। তিনি জানান অপর আসামী শাহেদ উচ্চ আদালতে জামিন চাওয়ায় জন্য প্রস্তুতি গ্রহন করছে যে কারনে তার জামিন গতকাল চাওয়া হয়নি। 

উল্লেখ্য, গত ১২ ফেব্র“য়ারী বাহুবল উপজেলার সুন্দ্রাটিকি গ্রামের মোঃ ওয়াহিদ মিয়ার পুত্র জাকারিয়া আহমেদ শুভ (৮), তার চাচাত ভাই আব্দুল আজিজ-এর পুত্র তাজেল মিয়া (১০) ও আবদাল মিয়ার পুত্র মনির মিয়া (৭) এবং তাদের প্রতিবেশী আব্দুল কাদির-এর পুত্র ইসমাঈল হোসেন (১০)। খেলতে গিয়ে নিখোজ হয়। নিখোজের ৫দিন পর ১৭ ফেব্র“য়ারী গ্রামের পাশ্ববর্তী স্থানে ৪ শিশুর মাটিচাপা অবস্থায় লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় দেশে বিদেশে ব্যাপক আলোচনা সমালোচনা সৃষ্টি হয়। পুলিশ ঘটনার পরপরই প্রধান অভিযুক্ত আব্দুল আলীসহ ৭ জনকে আটক করে এবং ঘটনার অন্যতম আসামী বাচ্চু মিয়া র‌্যাবের সাথে ক্রস ফায়ারে নিহত হন। ইতিমধ্যে ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে আব্দুল আলীর দুই ছেলেসহ ৪ জন আদালতে স্বীকারোক্তিমুলক জবানবন্দি দিয়েছে।

প্রথম পাতা