নবীগঞ্জে নারীর শ্লীলতাহানির দায়ে পিতা-পুত্রসহ ৩ জনের কারাদÐ
তারিখ: ৩০-জুন-২০২২
স্টাফ রিপোর্টার

\ নবীগঞ্জ উপজেলার গোজাঁখাই গ্রামে এক মহিলাকে মারপিট করে শ্লীলতাহানির অভিযোগে পিতা-পুত্রসহ জনকে বিভিন্ন মেয়াদে কারাদÐ দিয়েছেন আদালত। গতকাল বুধবার দুপুরে হবিগঞ্জের বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল আলীম রায় প্রদান করেন। বাদি পক্ষে মামলা পরিচালনা করেন এডভোকেট মিনতি অধিকারী মিতু। আসামি পক্ষে ছিলেন এডভোকেট মো. আতাউর রহমান

রুমি। মামলায় আসামিরা হল, একই গ্রামের মৃত কোসাই মিয়ার পুত্র খুর্শেদ মিয়া, খুর্শেদ মিয়ার পুত্র মোস্তাক মিয়া ইস্তাক মিয়া।

মামলার বিবরণে জানা যায়, ২০১৯ সালের ২৩ ফেব্রæয়ারি বিকালে উল্লেখিতরা একই গ্রামের তকদির আলীর স্ত্রী সাহেদা খানমকে মারপিট করে গুরুতর জখমসহ শ্লীলতাহানি করে মালামাল লুট করে নিয়ে যায়। ঘটনায় ওই মহিলা বাদি হয়ে কোর্টে তাদের বিরুদ্ধে মামলা করেন। স্বাক্ষি শেষে ঘটনার সত্যতা প্রমাণ হওয়ায় খুর্শেদ মিয়াকে শ্লীলতাহানির অভিযোগে মাসের কারাদÐ, মোস্তাক মিয়া ইস্তাক মিয়াকে মাসের কারাদÐ দেয়া হয়।