হবিগঞ্জ উন্নয়ন সংস্থার দুর্যোগকালীন ৫০ লাখ টাকার ঋণ বিতরণ উদ্বোধন
তারিখ: ৩০-জুন-২০২২
স্টাফ রিপোর্টার \

হবিগঞ্জের বন্যা দুর্গতদের মাঝে জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, বিভিন্ন এনজিও সংস্থা ও প্রবাসী সকলেই নিজ নিজ অবস্থান থেকে সহযোগিতা করে যাচ্ছেন। এজন্য সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান

হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহান। গতকাল বুধবার বিকেলে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে হবিগঞ্জ উন্নয়ন সংস্থার দুর্যোগকালীন ৫০ লাখ টাকার ঋণ বিতরণ উদ্বোধন অনুষ্ঠানে তিনি বক্তব্য রাখছিলেন। অনুষ্ঠানে তিনি উপকারভোগীদের ঋণ নিয়ে কাজে লাগানোর আহবান জানান। যাতে ঋণ গ্রহীতা সকলেই টাকার সঠিক ব্যবহারের মাধ্যমে উপকৃত হন। পাশাপাশি সহজ শর্তে ঋণ দানের মতো একটি মহতী উদ্যোগ গ্রহণ করায় হবিগঞ্জ উন্নয়ন সংস্থাকেও ধন্যবাদ জানান তিনি। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন হবিগঞ্জ উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মোহাম্মদ শাহীন। ফিল্ড কো অর্ডিনেটর আরেফ আলী মন্ডলের পরিচালনায় ঋণ বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এনডিসি শাহ জহুরুল হোসেন, দৈনিক হবিগঞ্জের মুখ পত্রিকার সহযোগী সম্পাদক মঈন উদ্দিন আহমেদ। বক্তব্য রাখেন উন্নয়ন সংস্থার সহ-সমন্বয়কারী ওমর ফারুক, সিনিয়র ফিল্ড মনিটর শামীম আহমেদ মহসিন, হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের নবনির্বাচিত সাধারণ সম্পাদক এশিয়ান টিভির হবিগঞ্জ প্রতিনিধি এসএম সুরুজ আলী। উপস্থিত ছিলেন এরিয়া ম্যানেজার হুসাইন আহমেদ, শাখা ব্যবস্থাপক আবুল কাশেম খান, সুজন রায় প্রমূখ।