চৌধুরী আশরাফুল বারী নোমানের হাতে ফুল দিয়ে আইনজীবি সহকারীদের গণঅধিকার পরিষদে যোগদান
তারিখ: ৩০-জুন-২০২২
প্রেস বিজ্ঞপ্তি \

গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-আহবায়ক চৌধুরী আশরাফুল বারী নোমানের হাতে ফুল দিয়ে গণ অধিকার পরিষদে যোগদান করেছেন আইনজীবী সহকারীদের একাংশ। গতকাল বুধবার রাত সাড়ে ৮ টায় ন্যাশনাল পিপল্স পার্টি হবিগঞ্জ জেলার সাবেক সাধারণ সম্পাদক

আব্দুল মন্নান, সাবেক যুগ্ম সম্পাদক প্রদীপ কুমার চন্দ্র, সাবেক সাংগঠনিক সম্পাদক শ্যামল মল্লিক, অবসরপ্রাপ্ত বিডিআর অফিসার আব্দুর রহিম, বিশিষ্ট সমাজ সেবক শেখ শাহিন শাহ, আজমিরীগঞ্জ পিপলস পার্টির সাবেক  সভাপতি আবদুল হক মিয়া, আইনজীবী সহকারী শাহীন আহমেদ, মোঃ সৈয়দ জামান, অবসরপ্রাপ্ত পোস্ট মাস্টার মোঃ সিরাজুল ইসলাম, মোঃ হুমায়ূন কবির, মোঃ অভি আহমেদ গণ অধিকার পরিষদে যোগদান করেন। এ সময় উপস্থিত ছিলেন গণ অধিকার পরিষদের অন্যতম নেতা এম এ রকিব জালাল, ছাত্র অধিকার পরিষদের সভাপতি রাসেল আহমেদ, হান্নান পাটোয়ারী, মাহদী হাসান প্রমূখ।

এর আগে সাম্প্রতিক বন্যায় বিপর্যস্ত বিভিন্ন এলাকায় গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক সিনিয়র আইনজীবী চৌধুরী আশরাফুল বারী নোমানের নেতৃত্বে ত্রাণ বিতরণ করা হয়েছে। সোমবার বিকেলে হবিগঞ্জ সদর উপজেলার রাজিউড়া ইউনিয়নের পানিবন্দি বন্যায় ক্ষতিগ্রস্থ প্রায় ৮শ’ মানুষের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট চৌধুরী আশরাফুল বারী নোমান, অ্যাডভোকেট আব্দুল মালেক হৃদয়, অ্যাডভোকেট মহিবুর রহমান, অ্যাডভোকেট মোস্তাক আহমেদ মবিন, বাহার আহমেদ জমিদার, মৌলানা ফরিদ উদ্দিন, মানিক মেম্বার, পেশাজীবী পরিষদের যুগ্ম আহবায়ক শেখ মামুন আহমেদ, ছাত্র অধিকার পরিষদের সভাপতি রাসেল আহমেদ, মেহেদী হাসান, আব্দুল হান্নান পাটোয়ারী, কবির আহমেদ, আহমেদ আলী প্রমূখ। তাছাড়া বন্যা মোকাবেলা ও প্রাকৃতিক দুর্যোগকালীন সময়ে বানভাসি মানুষের পাশে আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছে গণ অধিকার পরিষদ হবিগঞ্জ জেলা শাখা। ইতোমধ্যে বন্যা দুর্গত এলাকার গণ অধিকার পরিষদের পক্ষ থেকে হবিগঞ্জ সদর, নবীগঞ্জ, বানিয়াচং, সিলেট, সুনামগঞ্জসহ বানভাসি মানুষের মধ্যে শুকনো খাবার, চিড়া-মুড়ি, চিনি, বিস্কুট, স্যালাইন, পেঁয়াজসহ প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়েছে।