শায়েস্তাগঞ্জে প্রাণ কোম্পানীর ডেলিভারী ম্যানকে মারপিট করে টাকা ছিনতাই
তারিখ: ৩০-জুন-২০২২
স্টাফ রিপোর্টার \

শায়েস্তাগঞ্জ উপজেলার কলিমনগরে মাসুক মিয়া নামের এক প্রাণ কোম্পানীর ডেলিভারী ম্যানকে মারপিট করে পণ্য বিক্রির টাকা ছিনিয়ে নিয়েছে একদল দুর্বৃত্ত। এ ঘটনায় থানায় আল আমিন ও জলফু মিয়া নামের দুই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দেয়া হয়েছে। গত ২৮ জুন রাতে কলিমনগর

পয়েন্টে ভাই ভাই ষ্টোর নামের দোকানের ভিতরে এ ঘটনা ঘটে।

অভিযোগে জানা যায়, বাহুবল উপজেলার কাইদগাঁও গ্রামের চাঁন মিয়ার পুত্র মাসুক মিয়া প্রাণ এর বিভিন্ন পণ্য কলিমনগর রোডে ডেলিভারী করে থাকেন। গত ২৭ জুন আল আমিন ১৬৩০ টাকার অর্ডার হারুনুর রশিদের নিকট প্রদান করে। উক্ত অর্ডারের মালামাল মাসুক মিয়া গত ২৮ জুন ডেলিভারী প্রদানের জন্য আল আমিন এর ভাই ভাই ষ্টোর দোকানে নিয়ে গেলে অর্ডার করা মালামাল রিসিভ করে প্রাপ্ত টাকা নেওয়ার জন্য বলে। মাসুক মিয়া ভাই ভাই ষ্টোরে গিয়ে পাওনা ১৬৩০ টাকা চাইলে আল আমিন জানায় কোনো অর্ডার দেয়নি। তখন মাসুক তারা ডেলিভারীকৃত মালামাল ফেরত চাইলে সে জানায় মালামাল ফেরত প্রদান করবে না। এ সময় তাকে আল আমিন ও জলফু মিয়া গালিগালাজ শুরু করে এবং বেধড়ক মারপিট করে জখম করে। তখন সাথে থাকা ৩৫ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায় উল্লেখিতরা। মাসুকের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করেন। এ ঘটনায় মাসুক বাদি হয়ে শায়েস্তাগঞ্জ থানায় অভিযোগ করেছেন।