জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্ম বার্ষিকী উপলক্ষ্যে নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সন্ধ্যায় জে.কে মডেল সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি গিয়াস উদ্দিন আহমেদের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এডভোকেট গতি গোবিন্দ দাশের সঞ্চালনায় বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগ নেতা সাইফুল জাহান চৌধুরী, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি আবু ইউসুফ চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী ওবায়দুল কাদের হেলাল, সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ মিলু, রিজভী আহমেদ খালেদ, উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি দুলাল চৌধুরী, পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গৌতম রায়, করগাঁও ইউনিয়নের সভাপতি বজলু মিয়া, ইনাতগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল খালিক, দীঘলবাক ইউনিয়নের সাধারণ সম্পাদক সুজাত চৌধুরী, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক ফরহাদুজ্জান মুহিত, উপজেলা তাঁতীলীগের সভাপতি ফারুক মিয়া, উপজেলার মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছইফা রহমান কাকুলী, পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক ও ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব, পৌর শ্রমিকলীগ সভাপতি হাফিজুর রহমান মিলন, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইকবাল আহমেদ বেলালসহ বিভিন্ন ইউনিয়ন, উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
সভায় বক্তাগণ- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রূহের আত্মার মাগফেরাত ও শান্তি কামনা করা হয়। বক্তারা- হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ এমপিকে জড়িয়ে পত্রিকায় প্রপাগাÐা ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। জনগণকে মিথ্যা বানোয়াট সংবাদে বিভ্রান্ত না হওয়ার আহবান জানান। এছাড়া আনুষ্ঠানিক ভাবে উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিজ্ঞপ্তি দেয়ার প্রস্তাব করা হয়।