হবিগঞ্জে অনুষ্ঠিত হল হোমিওপ্যাথিক চিকিৎসক সম্মেলন ও বিজ্ঞান সেমিনার। গতকাল শনিবার দুপুরে টাউন হলে বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদ হবিগঞ্জ জেলা শাখার আয়োজনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। জেলা সভাপতি ও বাংলাদেশ হোমিওপ্যাথিক বোর্ডের সদস্য ডাঃ সৈয়দ মোহাম্মদ আলী কাজলের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট মোঃ আবু জাহির। সম্মানীত অতিথি ছিলেন হবিগঞ্জ পৌর মেয়র আতাউর রহমান সেলিম। প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদ-এর কেন্দ্রিয় সভাপতি ডাঃ শেখ ফারুক এলাহী। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ হোমিওপ্যাথিক বোর্ডের রেজিস্টার কাম সেক্রেটারী ডাঃ মো. জাহাঙ্গীর আলম। বিশেষ বক্তা ছিলেন বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদের মহাসচিব ডাঃ অঞ্জন কুমার দাশ। বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডাঃ মুখলিছুর রহমান উজ্জল, ডাঃ বীরেন্দ্র চন্দ্র দেব, ডাঃ ছাদিক আহমেদ, স্বাস্থ্য অধিদপ্তরের ডিপিএম (এএমসি) ডাঃ মইনুদ্দিন আহমেদ, ডাঃ আবুল হাসান চৌধুরী, জালালাবাদ হোমিওপ্যাথিক মেডিকেল এসোসিয়েশনের সভাপতি, হোমিওপ্যাথিক বোর্ডের সদস্য ডাঃ মোঃ সোহরাব হোসেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান শামীম, জেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সফিকুজ্জামান। বিকেলে বিজ্ঞান সেমিনারে বক্তব্য রাখেন ডাঃ অসীম চন্দ্র দেব, ডাঃ আব্দুল হান্নান চৌধুরী টিপু, ডাঃ প্রশান্ত কুমার দাস, মোহাম্মদ শাহ আলম প্রমূখ। প্রধান অতিথি বলেন, ‘হোমিওপ্যাথিক চিকিৎসা অনেক প্রাচীন ও অল্প টাকার সেবাশাস্ত্র যার কোন পার্শ্বপ্রতিক্রয়া নেই। প্রধানমন্ত্রী চিকিৎসায় সেবাকে গ্রামের মানুষদের দারগোড়ায় পৌছে দিতে কাজ করে যাচ্ছে। বর্তমান সরকারের উন্নয়ন কার্যক্রম তুলে ধরার জন্য সকল হোমিওপ্যাথিক চিকিৎসকদের প্রতি তিনি আহবান জানান। তিনি বলেন, ‘সকল চিকিৎসককে হোমিওপ্যাথি ও সরকারের আইন মেনে এবং সঠিকভাবে এ পেশা করলে মানুষ উপকার পাবে। ডাক্তারদেরকে অযথা হয়রানি বন্ধের ব্যাপারে আশ্বাস প্রদান করেন। তিনি হবিগঞ্জ জেলা হোমিওপ্যাথিক পরিষদ ও যোগ্য নেতৃত্বের মাধ্যমে অত্র এলাকার হোমিওপ্যাথিক চিকিৎসকদেরকে ঐক্যবদ্ধ করে যেকোন প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করার ক্ষেত্রে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।