নবীগঞ্জ উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের শাখা বরাক নদী থেকে মাটি উত্তোলনের মহোৎসব চলছে। এতে একদিকে ফসলি জমি নষ্ট হচ্ছে অন্যদিকে বাড়ি ঘর হুমকির মুখে পড়েছে। বর্ষা মৌসুমে বাড়ি ঘর বিলীন হওয়ার আশংকা করছেন গ্রামবাসী। এদিকে তারা ভূমিদস্যুদের বিরুদ্ধে আন্দোলনের প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে। নবীগঞ্জ থানা পুলিশ এসব মাটি উত্তোলনকারীদের নিয়ে একাধিকবার বৈঠক করে নিষেধ করার পরও বন্ধ করতে পারেনি।
স্থানীয়রা অভিযোগ করেন, ইমামবাড়ি কালিয়ারভাঙ্গার শাখা বরাক নদীর পাড় থেকে প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিভিন্নভাবে মাটি উত্তোলন করে যানবাহন দিয়ে পাচার করছে। এর নেপথ্যে রয়েছে এলাকার কিছু প্রভাবশালী মহল। যারা প্রতিদিন শত শত ফুট মাটি অবৈধভাবে বিক্রি করছেন। এলাকাবাসী এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।