পুলিশ সুপার আক্তার হোসেন হবিগঞ্জে যোগদানের সাথে সাথেই মাদক, জুয়াড়ি, ছিনতাইকারীসহ অপরাধীদের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। এরপর থেকেই ডিবি পুলিশের সাড়াশি অভিযানে এ পর্যন্ত অর্ধশতাধিক মাদক ব্যবসায়ী আটক হয়েছে। ডিবির ওসি নুর হোসেন মামুনের নেতৃত্বে একদল পুলিশ গত শনিবার রাত ৯টা থেকে ভোর ৩টা পর্যন্ত শহরতলীর বহুলা গ্রামে সৈয়দ আলীর বাগান বাড়িতে অভিযান চালায়। এ সময় তার মাদকের কেয়ারটেকার মোঃ আবু সালেহ (৩৮) নামের এক ব্যক্তিকে আটক করে। সে শহরের অনন্ততপুর এলাকার বাসিন্দা বলে জানা গেছে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সৈয়দ আলী (৪৮) পালিয়ে যায়। অভিযানকালে ২শ বোতল ফেন্সিডিলি উদ্ধার করা হয়। যার মূল্য ৪ লাখ টাকা। এ ঘটনায় ডিবির এসআই আলমগীর বাদি হয়ে মামলা করেছেন।