মাধবপুরে বাড়ি লোহার গেইটে উঠে নানার জানাজা নামাজ দেখতে গিয়ে গেইট খুলে চাপা পড়ে মাহিম (৬) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার দুপুরে উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের নাজিরপুর গ্রামে এঘটনা ঘটে। নিহত মাহিম উপজেলার মীরনগর গ্রামের রুস্তম আলীর ছেলে।
শাহজাহান ইউনিয়নের নারী সদস্য কমলা বেগম জানান, নাজিরপুর গ্রামের অসুস্থ জিতু মিয়া রোববার সকালে ব্রাহ্মণবাড়িয়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। খবর পেয়ে জিতু মিয়ার মেয়ে তাসলিমা বেগম ছেলে মাহিমসহ মীরনগর থেকে বাবার মৃতদেহ দেখতে যান। বাদ জোহর জিতু মিয়ার জানাজা নামাজ বাড়ি পাশে অনুষ্ঠিত হওয়ার সময় শিশু মাহিম বাড়ির লোহার গেইটে দাড়িয়ে নানার জানাজা নামাজ দেখছিল। হঠাৎ পুরাত গেইট খুলে পড়ে যায়। এতে মাহিম চাপা পড়ে। মূমুর্ষ অবস্হায় তাকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর জরুরী বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মাহিম কে মৃত ঘোষনা করেন।