গুরুতর অসুস্থ হয়ে এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে জি কে গউছ
তারিখ: ৪-মার্চ-২০২৪
স্টাফ রিপোর্টার \

 গুরুতর অসুস্থ হয়ে ঢাকায় এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সমবায় বিষয়ক সম্পাদক ও টানা ৩ বারের নির্বাচিত হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জি কে গউছ। গতকাল রবিবার সকালে হঠাৎ তিনি ঢাকাস্থ গুলশানের বাসায় অসুস্থ বোধ করলে সাথে সাথে এভারকেয়ার হাসপাতালে নেয়া হয়। সেখানে কিছু পরীক্ষা-নীরিক্ষা করার পর ডাক্তার তাকে ভর্তি হওয়ার পরামর্শ দেন। তিনি এখন প্রফেসর ডাক্তার সাহাব উদ্দিনের তত্ত¡াবধানে সিসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। এই অবস্থায় আলহাজ্ব জি কে গউছের জন্য হবিগঞ্জবাসীর নিকট দোয়া কামনা করেছেন তার জেষ্ট্য পুত্র কানাডা প্রবাসী আলহাজ্ব মঞ্জুরুল কিবরিয়া প্রিতম।
উল্লেখ্য, হবিগঞ্জ জেলা বিএনপির পদযাত্রা কর্মসূচী পালনকালে গত ১৯ আগষ্ট বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ হয়। এই ঘটনায় জি কে গউছকে প্রধান আসামী করে সদর থানা পুলিশ একটি মামলা দায়ের করে। এই মামলায় আগাম জামিন নিতে তিনি ঢাকা যান। গত ২৯ আগষ্ট ৬ সপ্তাহের আগাম জামিন নিয়ে হাইকোর্ট থেকে বাসায় ফিরার পথে আলহাজ্ব জি কে গউছকে গ্রেফতার করে ঢাকার ডিবি পুলিশ। ১৫৪ দিন কারাভোগের গত ২৯ জানুয়ারী তিনি জামিনে মুক্ত হন। ২০১৫ সালে হবিগঞ্জ কারাঅভ্যান্তরে আলহাজ্ব জি কে গউছকে ছুরিকাঘাতের পর থেকে তিনি পিটে ব্যথা সহ বিভিন্ন সমস্যায় ভোগছিলেন। তিনি এভারকেয়ার হাসপাতালের চিকিৎসক প্রফেসর ডাক্তার সাহাব উদ্দিনের তত্বাবধানে নিয়মিত চিকিৎসা নিয়ে আসছেন। কিন্তু কারাগারে থাকার কারনে এই চিকিৎসা সেবা থেকে তিনি বঞ্চিত হন।

প্রথম পাতা