চুনারুঘাটের মিরাশি ইউনিয়নের গোবিন্দপুরে এক প্রতিবন্ধী তরুণীকে ধর্ষনের অভিযোগে আলাউদ্দিন (২৫) নামে এক যুবককে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। সে ওই গ্রামের জহুর আলীর ছেলে। গতকাল রোববার তাকে আটক করা হয়।
জানা যায়, কিছু দিন পূর্বে জনৈক প্রতিবন্ধী তরুণীকে একলা পেয়ে মুখ চেপে ধরে জোরপূর্বক ধর্ষণ করে আলাউদ্দিন। এ বিষয়ে এলাকায় সালিশ বৈঠকের মাধ্যমে মাতব্বররা বিষয়টি দামাচাপা দেন। তবে ওই প্রতিবন্ধী তরুণীর মা ধর্ষনের বিষয়টি চুনারুঘাট থানা পুলিশকে অবগত করেন। গতকাল থানার এসআই দেলোয়ারের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করেন। তবে ওই যুবক ধর্ষণের অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, ‘ওই তরুণীর পরিবারের সাথে টাকা পাওনা নিয়ে তাদের পূর্ব বিরোধ রয়েছে’।
চুনারুঘাট থানার এসআই দেলোয়ার জানান, ধর্ষণের অভিযোগে আলাউদ্দিনকে আটক করা হয়েছে। এ বিষয়ে এখনো কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তার মাকে বলা হয়েছে, তিনি যদি অভিযোগ দেন তাহলে বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হবে’।