ঢাকা সিলেট মহাসড়কের নবীগঞ্জে ট্রাক ও সিএনজির মুখোমুৃখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো ৩ জন। গতকাল রোববার দুপুরে ঢাকা সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের মিঠাপুর নামক স্থানে এ ঘটনাটি ঘটে। দূর্ঘটনায় নিহতরা হলেন- কিশোরগঞ্জ জেলার মিঠামইন উপজেলার কাকুয়া গ্রামের মৃত সায়েদ মিয়ার ছেলে আকিব মিয়া (৬০), চর কাটকাল গ্রামের লাল মিয়ার মেয়ে সুরচাঁন (৩৫)।
পুলিশ জানায়, সিএনজি যোগে মৌলভীবাজার থেকে নবীগঞ্জ যাওয়ার পথে পথিমধ্যে আউশকান্দি মিঠাপুর নামকস্থানে উল্টোদিক থেকে আসা একটি ইট ভর্তি ট্রাকের সাথে সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ঘ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজি যাত্রী দুইজন নিহত হন। আহত হন আরও ৩ জন। দূর্ঘটনার পর ঢাকা সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। প্রায় ১ ঘন্টা পর প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হলে যান চলাচল শুরু হয়। শেরপুর হাইওয়ে থানা পুলিশের ওসি পরিমল চন্দ্র দেব দূর্ঘটনায় দুইজন সিএনজি যাত্রী নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।