লাখাইয় উপজেলার সিংহগ্রামে পূর্ব বিরোধের জেরে দ’ুপক্ষের লোকজনের মাঝে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ উভয় পক্ষের প্রায় ৪০ জন আহত হয়েছেন। গত শনিবার (২রা মার্চ) দিবাগত রাত থেকে শুরু করে পর দিন রবিবার (৩রা মার্চ) সকাল পর্যন্ত কয়েক দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানান, সিংহগ্রামের বাদশা মিয়া ও নাছু মিয়ার মধ্যে দীর্ঘদিন যাবত পূর্ব বিরোধ চলে আসছিল। এরই জের নাছু মিয়া ও বাদশা মিয়ার মধ্যে বাকবিতÐা হয়। শনিবার রাত ১২টার দিকে দু’পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। গতকাল রবিবার সকালে আবারও দু’ পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ বাঁধে। খবর পেয়ে পেয়ে লাখাই থানার একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ১৮ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে দুপক্ষের লোকজনকে ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিষয়টি নিশ্চিত করে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বলেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।