চুনারুঘাটে পুলিশের হাতে দুই পরোয়ানাভ‚ক্ত আসামী গ্রেফতার
তারিখ: ২০-অক্টোবর-২০২৪
স্টাফ রিপোর্টার \

 চুনারুঘাটে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে দুই পরোয়ানাভ‚ক্ত আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শনিবার রাতে চুনারুঘাট থানা পুলিশ তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন, ‘একই উপজেলার নয়ানী (বনগাঁও) গ্রামের মৃত সফর আলীর ছেলে সুরুজ আলী (৪০) ও রহমতাবাদ গ্রামের আশ্রাব উল্লাহর ছেলে সিরাজ মিয়া ওরফে বন্নী সিরাজ। 
পুলিশ জানায়, আসামীদের বিরুদ্ধে আদালত কর্তৃক গ্রেফতারী পরোয়ানা রয়েছে। তারা দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্ন এলাকায় পালিয়ে বেড়াচ্ছিলেন। গতকাল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। বিকেলে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

প্রথম পাতা