শায়েস্তাগঞ্জে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
তারিখ: ২০-অক্টোবর-২০২৪
শায়েস্তাগঞ্জ প্রতিনিধি \

 শায়েস্তাগঞ্জে সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. তৌহিদ শাহকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গতকাল শনিবার (১৯ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। তৌহিদ শাহ শায়েস্তাগঞ্জ উপজেলার পৌরশহরে জগন্নাথপুর গ্রামের মৃত মো. খোরশেদ শাহের ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কান্ত নাথের নেতৃত্বে একদল পুলিশ পৌরসভা এলাকায় জগন্নাথপুর গ্রামে অভিযান চালায়। এ (৩য় পাতায় দেখুন) এ সময় জিআর-৮৪/১৮ (মাসের সশ্রম কারাদÐ) ও জিআর-১৩৪/১৩-এর পলাতক আসামি মো. তৌহিদ শাহকে (৩৫) গ্রেপ্তার করে পুলিশ।
শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কান্ত নাথ বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে পাঠানো হয়েছে।

প্রথম পাতা