নবীগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার ৪ আসামীকে গ্রেফতার করা হয়েছে। গতকাল শনিবার ১৯ অক্টোবর গ্রেফতারকৃত আসামীদের আদালতে প্রেরণ করা হয়েছে। পুলিশ জানায়, থানার ওসি মো: কামাল হোসেন পিপিএম এর দিক নির্দেশনায় এসআই স্বাধীন চন্দ্র তালুকদারের নেতৃত্বে অভিযান উপজেলার ১০নং দেবপাড়া ইউনিয়নের সদরঘাট এলাকায় অভিযান চালিয়ে সমছু মিয়ার পুত্র ফারছু মিয়াকে গ্রেফতার করা হয়। সে ফৌজদারী আপিল মামলা নং-১১/২৩ (নবীঃ) এর পরোয়ানাভুক্ত আসামী। পৃথক অভিযানে এএসআই রুহুল আমিনের নেতৃত্বে একদল পুলিশ বড় ভাকৈর (পূর্ব) ইউনিয়নের কাজিরগাঁও গ্রাম হতে মৃত আব্দুল হেকিম এর পুত্র মো: চুনু মিয়াকে গ্রেফতার করেন। সে সিআর-৪০৮/২৩ (সদর) এর পরোয়ানাভুক্ত আসামী।
অপর একটি অভিযানে এসআই স্বাধীন চন্দ্র তালুকদারের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার গজনাইপুর ইউনিয়নের কান্দিগাঁও এলাকা হতে মো: লুৎফুর রহমানের ছেলে মোহাম্মদ আবীর আহমেদ (১৯) ও মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার বিছইনকির্ত্তী গ্রামের মো: মাসুক মিয়ার পুত্র মো: শাকিল মিয়া (২৭) কে গ্রেফতার করেন। গত ২৬ সেপ্টেম্বর নবীগঞ্জ থানায় দায়েরকৃত একটি মামলায় তারা দুজন পলাতক ছিল। নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: কালাম হোসেন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারের পর তাদের কে হবিগঞ্জ কোর্টে প্রেরণ করা হয়েছে।