হাফেজ ইসহাক (রাহ.) ইন্টারন্যাশনাল হাফিজিয়া আশরাফিয়া মাদরাসার ছাত্রের প্রথম স্থান অর্জন
তারিখ: ২০-অক্টোবর-২০২৪
প্রেস বিজ্ঞপ্তি \

বদরুর রেজা হিফজুল কোরআন ফাউন্ডেশন হবিগঞ্জের উদ্যোগে আয়োজিত হবিগঞ্জ সদর উপজেলার বনগাও নুরে মুহাম্মদীয়া সুন্নীয়া আলিম মাদরাসায় ‘হিফজুল কোরআন প্রতিযোগিতা’ ২০২৪ অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় হবিগঞ্জ জেলার প্রায় তিন শতাধিক ছাত্র অংশগ্রহন করেন। এদের মধ্যে হাফেজ ইসহাক (রাহ.) ইন্টারন্যাশনাল হাফিজিয়া-আশরাফীয়া মাদরাসার ছাত্র হোসাইন আহমদ জালালী প্রথম স্থান অর্জন করেছেন। সে জালালাবাদ নোয়াগাও গ্রামের মুহাম্মদ কালন মিয়ার পুত্র। সে আগামীতে বাংলাদেশের জাতীয় টিভি গুলোতে অংশগ্রহন করবে এমন আশাবাদ ব্যক্ত করেছেন পরিবারসহ শিক্ষকবৃন্দ। এ জন্য সকলের কাছে দোয়া প্রার্থী। সে আন্তর্জাতিক হাফেজ গড়ার কারীগর উস্তাজুল হুফফাজ হাফেজ শেখ ইমামুল হোসাইন আশরাফীর ছাত্র। মুহাঃ আব্দুল হাই দুলন ‘হাফেজ ইসহাক্ব র. ইন্টার হাফিজিয়া আশরাফীয়া মাদরাসার উত্তর উত্তর উন্নতি কামনা করেন।

প্রথম পাতা