চুনারুঘাটে দুবাই প্রবাসীর বাড়িতে দুঃসাহসিক চুরি, মালামাল খোয়া
তারিখ: ২০-অক্টোবর-২০২৪
স্টাফ রিপোর্টার \

চুনারুঘাটের উবাহাটা গ্রামের দুবাই  প্রবাসীর  বাড়িতে কেউ না থাকার সুযোগে দুঃসাহসিক চুরি সংঘটিত হয়েছে। চোরের দল বাসার দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে প্রায় ৩ লাখ টাকার মূল্যমান বিদেশি মালামাল  নিয়ে গেছে। জানা যায়, গত ১৭ অক্টোবর দুপুরে ওই গ্রামের মৃত মোছাদ্দেক আলীর পুত্র প্রবাসী রাজু মিয়া স্বপরিবারে একটি বিয়ের অনুষ্ঠানে যান। সুযোগ বুঝে চোরের দল বাসায় প্রবেশ করে খালি  ঘর পেয়ে মূল্যমান জিনিষ পত্র নিয়ে যায়। গতকাল শনিবার সন্ধ্যায় বাড়িতে এসে ঘরের দরজার থালা ভাঙ্গা  ও ঘরের আসবাবপত্র তছনছ করে দেখতে পান। তাৎক্ষণিক তিনি পুলিশকে খবর দেন। পরে ঘরে প্রবেশ করে দেখেন মোবাইল ফোনসহ মূল্যবান জিনিষপত্র চুরি করে নিয়ে যায় চোরের দল। খবর পেয়ে শনিবার রাতে চুনারুঘাট থানার উপ-পরিদর্শক মো: খোরশেদ আলম ঘটনারস্থল পরিদর্শন করেন। 
প্রবাসী রাজু মিয়া জানান, গত ১২ অক্টোবর আমি ডুবাই থেকে দেশে ফিরেছি। ফিরে একটি বিয়ের অনুষ্ঠানে গিয়ে আজ বাড়িতে এসে দেখি, ঘরের দরজা ভাঙ্গা এবং প্রবাস থেকে নিয়ে আসা আমার মূলম্যান সকল মালামাল চুরি করে নিয়ে য়ায়। এবিষয়ে থানার অফিসার ইনচার্জ মো: কবির হোসেন বলেন পুলিশ পাঠানো হয়েছে এবিয়ে ব্যবস্থা নেয়া হবে।

প্রথম পাতা