ছাত্র জনতার আন্দোলনের বিরোধীতাকারি হবিগঞ্জ সদর উপজেলার লোকড়া ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আব্দুল আওয়াল শুক্কুর ও কৃষি বিষয়ক সম্পাদক আব্দুল নুর জাহির এখনও অধরা। এর মধ্যে বৈষম্যবিরোধী একটি হত্যা মামলার আসামী আব্দুল নুর জাহির। অভিযোগ রয়েছে সে প্রকাশ্যে ঘুরাফেরা করলেও আইনশৃঙ্খলা বাহিনী তাকে গ্রেফতার করছে না। অপরদিকে শুক্কুর আসামী না হলেও সে এলাকায় আধিপত্য বিস্তার করে রেখেছে। বিগত সরকারের আমলে তারা বিএনপি নেতা জি কে গউছের বাসায় হামলা ভাংচুরের সাথে জড়িত ছিল বলেও জানা গেছে। এছাড়াও ওই দুই নেতা স্থানীয় সংসদ সদস্যের প্রভাব বিস্তার করে এলাকায় নানা অপকর্ম করতো। যার কারণে এলাকার মানুষ তাদের প্রতি অতিষ্ট। এমতাবস্থায় তাদেরকে আইনেও আওতায় আনার দাবী স্থানীয়দের।