বাহুবলের মহাশয় বাজারে একটি দোকানে দুঃসাহসিক চুরি
তারিখ: ১৪-মে-২০২৫
রাজু সরকার, বাহুবল ॥

 বাহুবল উপজেলার সীমান্তবর্তী এলাকা মহাশয় বাজারে রাতের আঁধারে একটি দোকানে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় বাজার কমিটির সক্রিয় তৎপরতায় ও স্থানীয়দের সহযোগিতায় অভিযুক্ত চোরদের শনাক্ত করা হয়েছে। দীর্ঘদিন ধরে বাজারে দোকান চুরির ঘটনা ঘটে আসছে বলে স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ। ফলে  ব্যবসায়ীদের মধ্যে আতংক বিরাজ করেছিল। এর মধ্যে গত সোমবার গভীর রাতে ওই বাজারের রুবেল স্টোরে দোকানের টিন কেটে ভিতরে প্রবেশ করে মালামালসহ নগদ প্রায় দেড় লক্ষ টাকা নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। ঘটনার পরপরই বাজারে সন্দেহভাজন কয়েকজনের গতিবিধি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে বাজার কমিটির সক্রিয় তৎপরতায় ও স্থানীয়দের সহযোগিতায় অভিযুক্ত চোরদের শনাক্ত করা হয়।