লাখাই হাওর থেকে চুরি হওয়া গরু উদ্ধার করেছে পুলিশ। এ সময় চোর স্বপন মিয়া (২৫) কে আটক করা হয়। সে স্বজন গ্রামের তাজুল ইসলামের পুত্র। জানা যায়, স্বজন গ্রামের মনজুর আহমেদ, মানপুর গ্রামের সিরাজুল ইসলাম ও আরেক ব্যক্তির ৫টি গরু হাওরে ঘাস খাচ্ছিলো। সোমবার হাওর থেকে স্বপনসহ চোরের দল চুরি করে নিয়ে যায়। গতকাল মঙ্গলবার লাখাই থানা পুলিশ গরু ৩টি উদ্ধার করে থানায় নিয়ে আসে। অন্যদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে। বর্তমানে গরুগুলো লাখাই থানা হেফাজতে আছে। এ ঘটনায় মামলা হয়েছে।