নবীগঞ্জ পৌরসভার জে.কে হাই স্কুল রোড এলাকায় এক ব্যবসায়ীর ওপর হামলা ও টাকা লুটের অভিযোগ উঠেছে। গত শনিবার (১১ মে) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী সুজন মিয়া নবীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, নবীগঞ্জ উপজেলার বাউসা গ্রামের কলার পাইকারি ব্যবসায়ী সুজন মিয়া ঘটনার দিন রাতে পাওনা টাকা চাইতে যান নৃপেন্দ্র সরকারের কাছে। এ সময় নৃপেন্দ্র সরকারের পুত্র রাজীব সরকার ও রাজন সরকার, জগেন্দ্র সরকার, মিন্টু সরকার, পলাশ সরকার, রাকেশ সরকারসহ একদল দুর্বৃত্তের হামলার শিকার হন তিনি।
অভিযোগে তিনি উল্লেখ করেন, সুজন মিয়া টাকা চাওয়ার পর প্রথমে রাজীব সরকার তার বাবার কাছে পাওয়ান টাকা না দেওয়ার কথা জানালে তিনি রাজীবের বাবা নৃপেন্দ্র সরকারকে বিষয়টি জিজ্ঞেস করেন। এতে ক্ষিপ্ত হয়ে রাজীব সরকার তার সহযোগীদের ডেকে এনে তাকে মারধর শুরু করে। এক পর্যায়ে রাজীব সরকার ধারালো অস্ত্র দিয়ে তার গলায় আঘাত করার চেষ্টা করে। ভাগ্যক্রমে তিনি একটু পেছনে সরে যাওয়ায় সরাসরি গলায় না লাগলেও তার গলার নিচে গুরুতর জখম হয়। এ সময় অভিযুক্তরা তাকে ধরে রাখে ও পাশাপাশি তার কোমরে থাকা কলা বিক্রয়ের উত্তোলিত ৩ লাখ ২০ হাজার টাকা ছিনিয়ে নেয়। তার চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহায়তায় তাকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নেওয়া হয়। এদিকে ঘটনাটি স্থানীয় ব্যবসায়ী মহলে চাঞ্চল্যের সৃষ্টি করেছে। বাজারের গণ্যমান্য ব্যক্তিরা বিষয়টি নিয়ে সালিশি বৈঠকের উদ্যোগ নিলেও অভিযুক্তরা তা প্রত্যাখ্যান করে।