মাধবপুরে পৌরসভার উদ্যোগে পৌর এলাকায় মশা নিধনে ফগার মেশিনের মাধ্যমে ওষুধ স্প্রে কার্যক্রম শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার (১৩ মে) বিকেলে পৌরসভার বাজার মোড় থেকে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। প্রথম দিন ৭ নম্বর ওয়ার্ডে ওষুধ ছিটানো হয়। পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহিদ বিন কাশেম বলেন, মশার প্রজনন রোধে পৌরসভা এলাকায় ধারাবাহিকভাবে ওষুধ ছিটানোর কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। আজ থেকে এ কার্যক্রম শুরু হলো। পর্যায়ক্রমে পৌরসভার প্রতিটি ওয়ার্ডেই ফগার মেশিনে ওষুধ স্প্রে করা হবে। তিনি আরও জানান, এডিস মশার লার্ভা কোথায় কোথায় রয়েছে, তা নিরূপণে পৌরসভার একটি টিম মাঠে কাজ করছে। এসব এলাকাগুলোকে চিহ্নিত করে পরিচ্ছন্নতা কার্যক্রমও জোরদার করা হবে। পৌরবাসীর স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে এ কার্যক্রম নিয়মিতভাবে চলবে বলেও জানান তিনি। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার জাকিরুল ইসলাম, পৌর মূখ্য নিবার্হী কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল রনি প্রমুখ।