হবিগঞ্জ সদর উপজেলার পইল গ্রামে স্টলে চা খাওয়া নিয়ে দু’পক্ষের সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় শাহ রিয়াজ মিয়াকে সিলেট ওসমানি মেডিকেলে প্রেরণ করা হয়েছে। এ ছাড়া আলমগীর ও মালাই মিয়াকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।
জানা যায়, রিয়াজ মিয়া ওই সময় নতুন বাজারে একটি চা স্টলে বসে চা পান করছিলেন। এ সময় এক যুবকের সাথে চা পান নিয়ে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়লে উল্লেখিত সংখ্যক লোক আহত হয়। এ ঘটনায় ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে।